অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করা ঈমানী দায়িত্ব। তবে অন্যায়ের প্রতিবাদ যেন ভিন্ন আরেকটি অন্যায় হয়ে না দাঁড়ায় সেটি লক্ষ্য রাখতে হবে।
কুষপুত্তলিকা অর্থ হচ্ছে প্রতিমূর্তি । ইসলামে কোন কিছুর মূর্তি তৈরি করা হারাম। তাই পোড়ানোর উদ্দেশ্যে কুষপুত্তলিকা তৈরি করা বৈধ হবে না
হাদিসে এসেছে,
إنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ
"(কিয়ামতের দিন) মানুষের মধ্যে সব থেকে শক্ত শাস্তি হবে তাদের, যারা ছবি তৈরি করে।" [মুসলিম ৩৭/২৬, হাঃ ২১০৯, আহমাদ ৩৫৫৮]