নামাজ চলাকালীন মশা কিংবা জোক কে শরীর থেকে তাড়িয়ে দেওয়া যাবে।
মশা রক্ত খেলে তার কারণে নামাজ এবং ওযু নষ্ট হয় না। জোক রক্ত খেলে দেখতে হবে রক্তের পরিমাণ ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়া পরিমাণ হলে অজু ভেঙ্গে যাবে সে কারণে নামাজে ভেঙ্গে যাবে এর থেকে কম হলে অজু এবং নামাজ কোনোটি ভাঙবে না।
নামাজরত অবস্থায় শরীর থেকে জোক সরানোর কারণে ক্ষতস্থান থেকে রক্ত ঝরলে নামাজ ভেঙ্গে যাবে।
(ফাতাওয়া বাযযাযিয়াহ- ১/১২)