কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কিংবা বিল পরিশোধ না করে লাইনের বিদ্যুৎ ব্যবহার করা বৈধ নয়।
ব্যাডমিন্টন খেলার জন্য কিংবা ওয়াজ মাহফিলের জন্য বা অন্য কোন কাজের জন্যও এভাবে অন্যায় ভাবে লাইনের বিদ্যুৎ ব্যবহার করা বৈধ হবে না।
আল্লাহ তায়ালা বলেন,
وَلَا تَأْكُلُوٓا أَمْوٰلَكُم بَيْنَكُم بِالْبٰطِلِ وَتُدْلُوا بِهَآ إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوٰلِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ
সূরা আল বাকারাহ 2:188
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
إنَّ رِجَالًا يَتَخَوَّضُونَ في مَالِ اللَّهِ بغيرِ حَقٍّ، فَلَهُمُ النَّارُ يَومَ الْقِيَامَةِ.
নিশ্চয়ই কিছু মানুষ আল্লাহর সম্পদে (রাষ্ট্রীয় সম্পদে) অন্যায়ভাবে হস্তক্ষেপ করে। তাদের জন্য কেয়ামতের দিন রয়েছে জাহান্নাম।
সহিহ বুখারি: ৩১১৮