ঝগড়া কলহ সৃষ্টি করা বৈধ নয়। মনোমালিন্যের ভিত্তিতে একই গ্রামে একাধিক মসজিদ তৈরি করা উচিত নয়, তারপরও যদি একাধিক মসজিদ নির্মিত হয়ে যায় তাহলে সেটি মসজিদ হিসেবে গণ্য হবে এবং সেখানে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে। উভয় মসজিদে জুমার নামাজ আদায় হবে। তবে পাঁচ ওয়াক্ত নামাজ আলাদা মসজিদে পড়লেও চেষ্টা করতে হবে জুমার নামাজ যেন সবাই বড় মসজিদে আদায় করে।
(আলমাবসূত, সারাখসী ২/১২০;)