মহরে ফাতেমি ৫০০ দিরহাম। এক দিরহাম সমান ৩.০৬ গ্রাম। ১ ভরি সমান ১১.৬৬ গ্রাম। সুতরাং ৫০০ দিরহাম = ১৫৩০ গ্রাম = ১৩১.২৮ ভরি। বর্তমান বাজারে পুরনো রুপোর ভরি ১২০০ টাকা হলে মহরে ফাতিমি হবে ১,৫৭,৫৩৬/= টাকা। ১ লক্ষ ৫৭ হাজার ৫৩৬ টাকা।
(শরহু মুখতাসারিত তাহাবী ৪/৩৯৮)
والله أعلم بالصواب