“ফাজায়েলে আমল” কিতাবটি কোন মাসায়েলের কিতাব নয়। এই কিতাবটি ইবাদতের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য ফজিলত বিষয়ক কিতাব। সুতরাং এটিতে দইফ হাদিস থাকলেও ফাজায়েলের ক্ষেত্রে তা গ্রহণযোগ্য।
সুতরাং এই কিতাবটি পড়া এবং তালিম করা উভয়টি উত্তম কাজ।
والله أعلم بالصواب