প্লাটফর্ম যদি সরাসরি সম্মতি কিংবা মৌন সম্মতি থাকে তাহলে বৈধ হবে। কোম্পানি যদি জানে যে মানুষ তাদের কোর্সগুলো পাইরেট করে দেখে, কিন্তু তা সত্বেও নিষেধাজ্ঞার কোন বিবৃতি না দেয় তাহলে তা বৈধ হবে। যদি কোম্পানির সম্মতি না থাকে কিংবা এতে করে কোম্পানির ক্ষতিসাধন হয় তাহলে করা যাবে না।
لا ضرر ولا ضرار
‘ক্ষতি ও ক্ষতি সাধনের কোন অনুমতি নেই।’ (সুনানে দারাকুতনী ৩০৭৯)
والله أعلم بالصواب