২০৮
জিকিরের নিয়তে পীর সাহেব হুজুরের ওসীলা নেওয়ার বিধান-
প্রশ্নঃ ২০৮. প্রশ্নঃ আমরা যারা ছারছীনা পন্থি নফী ইসবাত জিকির করি, তারা জিকির এর জন্য নিয়ত করার সময় পীর সাহেব হুজুর ( মাঃজিঃআঃ) এর অসিলা দেই। এর কারণ কি ?
আমরা তো আল্লাহর জিকির করি আল্লাহ তো আমার সম্পর্কে জানেন এবং সব শুনেন, তাহলে অসিলা দিতে হবে কেন ?
হক্কানী পীরদের অন্তর পবিত্র এবং পরিচ্ছন্ন থাকে। তাই তাদের কলবের উসিলা দিয়ে জিকির করলে আল্লাহ তায়ালা জিকিরকারীর অন্তর পবিত্র এবং পরিচ্ছন্ন করে দিবেন ইনশাআল্লাহ।
উসিলা দেওয়া বৈধ এবং উত্তম কাজ। আল্লাহ তাআলা বলেছেন-
يا ايها الذين امنوا اتقوا الله وابتغووا اليه الوسيلة.
(সূরা মায়েদা-৩৫)
والله أعلم بالصواب