অমুসলিমের খাবার খাওয়া যাবে। তবে যদি জানা থাকে তাদের খাবারে কোন হারাম জিনিস মিশ্রিত আছে তাহলে খাওয়া যাবে না। অমুসলিমের হাদিয়া গ্রহণ করতেও কোন সমস্যা নেই।
ফতোয়ায়ে তাতারখানিয়া, ১৮/১৬৭, নং-২৮৩৭৭