আলা হযরত আহলে হক ওলামায়ে কেরামের বিরুদ্ধে অনেক লেখালেখি করেছেন,
১- আলা হযরত ৭২টি কিতাব ওলামায়ে দেওবন্দের বিরোধীতায় লিখেছেন।
২- মাওলানা রশীদ আহমদ গঙ্গুহী রহঃ এর বিরুদ্ধে ২৫টি কিতাব লিখেছেন।
৩- মাওলানা কাসেম নানুতবী রহঃ এর বিরুদ্ধে ১১টি কিতাব লিখেছেন।
৪-মাওলানা আশরাফ আলী থানবী রহঃ এর বিরুদ্ধে ৯টি কিতাব লিখেছেন।
৫- মাওলানা শাহ ইসমাঈল শহীদ রহঃ এর বিরুদ্ধে ১০টি কিতাব লিখেছেন।
৬- নদওয়াতুল ওলামাদের বিরুদ্ধে ১৭টি কিতাব লিখেছেন।
আলমুজমালুল মুজাদ্দিদ লিততালিফিল মুজাদ্দিদ-৩৪, মার্কাজী মজলিসে রেজা লাহুর থেকে প্রকাশিত
আলা হযরতের আকিদায় অনেক গলদ রয়েছে। হাজির-নাজির, গায়েব, অন্যায় তাকফির এবং নুরের মাসয়ালাসহ অনেক বিষয়ে তার আকিদা গত ভ্রান্তি রয়েছে।
والله أعلم بالصواب