প্রশ্নঃ ২১৮. গোল্ড কিনেন অ্যাপটি ব্যবহার করার হুকুম কি?
গোল্ড কিনুন অ্যাপটির বিস্তারিত কার্যক্রম আমাদের কে জানাতে হবে। তাহলে উত্তর দেওয়া সহজ হবে।
তবে আমরা যতদূর জানতে পেরেছি এই apps এর মাধ্যমে পণ্য কিনলে সে পণ্য পরিবহনের জন্য বীমা করতে হয়, বীমা ব্যবস্থাপনা সঠিকভাবে না হলে সেটি শরয়ীভাবে অবৈধ হয়ে যায়।