২২
আবু জাহেল কাফির
প্রশ্নঃ ২২. একজন আলেম বলেছেন:-
আবু জাহেল মুসলিম ছিল।কারণ দেখিয়েছেন তিনি নাকি আল্লাহকে বিশ্বাস করতেন।আর আল্লাহকে যারা বিশ্বাস করে তারা মুসলমান।আবু জাহেল বদর যুদ্বে হকের জয় চেয়েছেন।
এ কথা কি সঠিক?
আবু জাহেল কাফির ছিলো। আল্লাহ তাকে কাফের বলেছেন। সে কুফরি শক্তির পক্ষে জীবন দিয়েছে।
সূরা আনফাল: আয়াত ৫০।