২২১
শব্দের তাহকীক-
প্রশ্নঃ ২২১. সূরা ফাতিহার মধ্যে مٰلك এর মধ্যে টান দিতে হয় কিন্তু সূরা নাছ এর মধ্যে টান নেই, দুইটা শব্দের অর্থই মালিক এর কারণ কি তাহকীকসহ জানতে চাই।
দুটি শব্দের অর্থ একই। তবে ملك শব্দটি مالك শব্দ থেকে أبلغ ।
(তাফসীরে কুরতুবি, সূরা ফাতিহা, আয়াত ৪।)