ইসলামে ভাই অনেক প্রকারের রয়েছে।
যেমন আপন ভাই, বৈ মাত্রেয় ভাই, বৈ পিত্রিয় ভাই, দুধ ভাই ; চাচাতো, মামাতো, খালাতো, ফুফাত, তালতো এবং ধর্মীয় ভাইয়ের স্বীকৃতি রয়েছে।
পুরো মানবজাতি এক পিতার সন্তান হিসেবে পরস্পর ভাইয়ের সম্পর্কে রয়েছে। সুরা নিসার শুরুতে এমন ঘোষণা রয়েছে। সুতরাং মুসলিম অমুসলিম সবাইকে একত্রে মানবতার ভাই বলা যেতে পারে। (সূরা নিসা, আয়াত, ১)
والله أعلم بالصواب