২২৬
টাকার বিনিময়ে স্বর্ণ-
প্রশ্নঃ ২২৬. মামা প্রবাসে যাওয়ার সময় আমার মা গরু বিক্রি করে টাকা দেন। মামা মাকে বলেন এর পরিবর্তে আপনাকে একটা সোনার গহনা দিব। পরবর্তীতে মামা সেটা মাকে দিয়ে দেন। এখন আমার প্রশ্ন হলো এটা কি সুদ হবে নাকি বিনিময় হবে? উল্লেখ্য তখন সোনার ভরি কত ছিল সেটা মা জানতেন না।
নগদ টাকা দিয়ে বাকিতে স্বর্ণ ক্রয় করা বৈধ আছে। এক্ষেত্রে দাম বেশি হওয়ায় সমস্যা নেই। (বিদায়াতুল মুজতাহিদ, ২/১০৮)
والله أعلم بالصواب