প্রশ্নঃ ২৩২. মসজিদের জিনিস কি বাসায় আনা যাবে?
যেমনঃ-একটি তাফসির কেউ পড়েনা তাই ইলম অর্জনের জন্য পড়ার জন্য বাসায় আনা যাবে?
পাঠাগারের বই যদি মসজিদে ওয়াকফ করা হয় তাহলে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, আর যদি মুসল্লিদের জন্য ওয়াকফ করা হয় তাহলে বাড়িতে নিয়ে যেয়ে পড়া যাবে।(দুররুল মুখতার: ৪/৩৫১)