২৪৩
পুরুষের স্বর্ণ-রৌপ্য ব্যবহারের শরয়ী বিধান -
প্রশ্নঃ ২৪৩. পুরুষের স্বর্ণ-রৌপ্য ব্যবহারের শরয়ী বিধান কী?
পুরুষ কতটুকু পরিমাণ স্বর্ণ-রৌপ্য ব্যবহার করতে পারবে?
পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার বৈধ নয়।চাই তা যতটুকুই হোক না কেন।তবে পুরুষের জন্য রৌপ্য ব্যবহারে কিছুটা শিথিলতা আছে।তারা এক মিসকলের কম(৪.৩৭৪ গ্রাম) রৌপ্য ব্যবহার করতে পারবে।
(মুসলিম-২০৯০; মুসনাদে আহমদ-২২২৪৮; নাসায়ী-৫১৮৮; আবু দাউদ-৪২২৩)
والله أعلم بالصواب