২৪৪
মুসাফির কখন থেকে নামাজ কসর করতে পারবে?
প্রশ্নঃ ২৪৪. আমার বাড়ি বরিশালে। আমি ঢাকায় আসার জন্য বরিশালের লঞ্চে উঠেছি, কিন্তু লঞ্চ এখনও ঘাট থেকে ছাড়েনি। এই অবস্থায় আমি কি লঞ্চে বসে সলাতুল এশা কসর করতে পারবো?
নিজ এলাকা ছেড়ে বের হলেই কসর করতে হবে।
(জাওয়াহিরুল ফিকহ:১/৪৩৬)
والله أعلم بالصواب