২৪৫
পবিত্র অবস্থায় দুরুদ শরীফ পাঠ করাই হচ্ছে আদব-
প্রশ্নঃ ২৪৫. অপবিত্র অবস্থায় দুরুদ শরীফ পাঠ করা জায়েয আছে কী? দলীলসহ জানতে চাই।
পবিত্র-অপবিত্র সকল অবস্থায় দুরুদ শরিফ পাঠ করা বৈধ আছে।তবে যেখানে দুরুদ শরিফ পড়লে দুরুদের অপমান হয় বা শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়,সেসকল যায়গায় দুরুদ পড়া যাবে না।যেমন: সহবাসের সময়, প্রস্রাব- পায়খানা করার সময়,পশু যবাই করার সময়,কোরআন তেলাওয়াত করার সময়।
(ফতোয়ায়ে শামী:১/৫১৮)
والله أعلم بالصواب