২৪৬
ফরজ গোসলের নিয়ম-
প্রশ্নঃ ২৪৬. ফরয গোসলের পূর্বে যদি আমি সম্পুর্ন অযু করে তারপর গোসল করি তাহলে কি কোন সমস্যা হবে?
ফরজ গোসলের সুন্নাত পদ্ধতি হচ্ছে-
- বিসমিল্লাহ, বলে দুই হাত কব্জি পর্যন্ত ভালো করে ধোয়া।
- এরপর লজ্জাস্থান ও যেসকল জায়গায় নাপাকি লেগে আছে তা ধৌত করবে।
- নামাজের মত করে অযু করবে,শুধুমত্র পা ধোয়াটা বাকি রাখবে।
- অজুর করার পর প্রথমে মাথায় পানি ঢালবে, তারপর ডানদিকে এবং বামদিকে পানি ঢালবে। পা সবার শেষে ধৌত করবে। (তিরমিজি:১০৪) والله أعلم بالصواب