২৪৮
সুরা হাশরের ৭ নং আয়াতের ব্যাখ্যা-
প্রশ্নঃ ২৪৮. একটি আয়াত আছে সেটার অর্থ হচ্ছে আল্লাহর রাসুল তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা তোমরা গ্রহণ কর আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহর রসুল সা : আমাদের জন্য কি দিয়েছেন যা আমরা গ্রহন করব? আর কি নিষেধ করছেন যা থেকে বিরত থাকবো? জানালে উপকৃত হবো ।
সুরা হাশরের সপ্তম আয়াতে আল্লাহ তায়ালা বলেন: রাসুল (সাঃ) তোমাদের কাছে যেসকল বিষয় নিয়ে এসেছেন অর্থাৎ যেসকল বিষয়ে আদেশ দিয়েছেন তোমরা সেগুলো পালন কর।আর সেকল বিষয়ে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাক।
এই আয়াতে শরীয়তের আদিষ্ট সকল বিষয় যেমন:নামাজ,রোজা,হজ,যাকাত,আত্নীয়ের সাথে সুসম্পর্ক রাখা,প্রতিবেশীর হক আদায় করা,প্রয়োজনীয় দ্বীনি ইলম শিক্ষা করা,আল্লাহ ও বান্দাদের হক ভালোভাবে আদায় করাসহ সকল আদিষ্ট বিষয়কে ভালোভাবে পালন করার নির্দেশ ও নিষিদ্ধ কাজ যেমন: নামাজ,রোজা ছেড়ে দেওয়া,সামর্থ থাকা সত্ত্বেও হজ ও যাকাত আদায়ে বিরত থাকা,প্রতিবেশির হক ঠিকমত আদায় করা থেকে বিরত না থাকা,আল্লাহ ও বান্দাদের সকল হক আদায় করা থেকে বিরত থাকাসহ সকল নিষিদ্ধ বিষয় থেকে যথাযথ বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
والله أعلم بالصواب