২৪৯
ঋণ গ্রহিতার নিকট গচ্ছিত টাকার যাকাত-
প্রশ্নঃ ২৪৯. আমি একজনের কাছে ৫ লক্ষ টাকা পাই। তার কাছে সেটা ২ বছর যাবত পড়ে আছে।
এখন কি সেই টাকার উপর যাকাত আসবে?
সেই টাকা পাওয়া মাত্র পুর্ববর্তী বছরগুলোর যাকাতও আদায় করতে হবে।তবে এক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম বছরের যাকাত আদায় করার পর বাকি টাকায় দ্বিতীয় বছরের যাকাত আদায় করতে হবে।
(খোলাসাতুল ফতোয়া:১/২৩৮)
والله أعلم بالصواب