২৫১
বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর বিধান-
প্রশ্নঃ ২৫১. আসসালামু আলাইকুম,
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নবাগতদের সাথে সিনিয়ররা ম্যানার শেখার, নিয়ম-কানুন শেখার নাম করে যে আচরণ করে তার শরয়ি হুকুম কি? আর যে সকল ভাইয়েরা এর পক্ষে থাকে বা দেখেও না দেখার ভান করে তাদের কি হবে?
وعليكم السلام ورحمة الله
কোনো মুমিনকে কষ্ট দেওয়া হারাম।আর ম্যানার শিখানোর নামে ভার্সিটিতে সাধারণত যে আচরণ করা হয় সেটাও হারাম।
কোথাও কোনো অন্যায় হতে দেখলে একজন মুমিনের দায়িত্ব হচ্ছে তার সাধ্যানুযায়ী সেখানে বাধা প্রদান করবে।এটা সম্ভব না হলে মুখে নিষেধ করবে।এখানেও তার কোনো ক্ষতির আশংকা থাকলে সে অন্তরে ঘৃণা করবে। (সুরা আহযাব-৩৩; মুসলিম-৪৯)
والله أعلم بالصواب