বাহ্যিকভাবে হাদিসটি উল্লিখিত আয়াতের সাথে বিরোধপূর্ণ। তবে এই ব্যাপারে উলামায়ে কেরামের মতামত হলো:- কাফেরদের আযাব কমানো হবে না।তবে রাসুল (সাঃ) এর সাথে সম্পৃক্ত বিষয়ের কারণে কারো আযাব কমতে পারে।যেমনটা আবু তালেবের ব্যাপারে রাসুল (সাঃ) বর্ণনা করেছেন।অথবা এই ধরণের আযাব কমাটা শুধুমাত্র তাদের জন্যই যাদের আযাব কমার ব্যাপারে শরিয়তে কোনো দলিল বর্ণিত হয়েছে।
(উমদাতুল কারি:১৪/৪৫)
والله أعلم بالصواب