প্রশ্নঃ ২৫৩. কালকে সোমবার সাপ্তাহিক রোজা রাখার দিন। আমি এবার রমজানের শেষ রোজা গুলা রাখতে পারি নাই
আমার প্রশ্ন হলো একদিনে ২নিয়ত এ রোজা রাখা যায়?
রমজানের কাজা রোজা এবং নফল রোজা একই নিয়তে রাখলে কাজা রোজা আদায় হবে। নফল রোজা আদায় হবে না। একাধিক নফল একই নিয়তে আদায় হয় কিন্তু ফরজ-নফল একসাথে একই নিয়তে আদায় হয় না। যেমন আইয়াম এ বীযের দিন যদি সোমবার হয় তাহলে আপনি সোমবারের নফল রোজা এবং আইয়ামে বীযের রোজা একই নিয়তে রাখতে পারবেন।