প্রশ্নঃ ২৫৪. শহীদ মিনার নিয়ে কিছু প্রশ্ন ছিলো -
(১) শহীদ মিনারে জুতা নিয়ে ওঠা যাবে কিনা এবং জুতা পরে উঠলে গুনাহ হবে কিনা ?
(২) ইসলামে শহীদ মিনারের কোনো ভিত্তি আছে কিনা ?
(৩) শহীদ মিনারে ফুল দেওয়া জায়েজ আছে কিনা?
শহীদ মিনার তৈরীর পিছনে শহীদদের স্মৃতি রক্ষার মূল থিম থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দুয়ানি প্রথাকে জিয়ে রাখা হয়েছে। শহীদ মিনারের বেটিতে খালি পায়ে ওঠা, শহীদ মিনারে ফুল দেওয়া ইত্যাদি বিষয়গুলো পূজা মন্ডপের সাথে সাদৃশ্য রাখে। তাই এগুলো বিধর্মীদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে পরিত্যাজ্য। শহীদ মিনারে ফুল দেওয়া, খালি পায়ে ওঠা, পর্দার বিধান লংঘন করে সমাবেশ করা জায়েজ হবে না।
শহীদ মিনারের বেদীতে জুতা পরে উঠতে শরঈ কোন বিধি-নিষেধ নাই।
বরং যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য ঈসালে সওয়াব করে দোয়া করা উচিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কোনো কওমের সাদৃশ্য গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত হয়।