প্রশ্নঃ ২৫৬. যদি আমি ফজরের জামাতের আগে সুন্নত পড়ার সময় না পাই এবং জামাতের পরে যদি ফজরের ওয়াক্ত/সময় থাকে, তাহলে কী আমি সূর্যেোদয়ের আগে সুন্নত আদায় করতে পারবো? নাকি অন্য সময় সুন্নত পড়বো? দয়াকরে জানাবেন।
ফজরের ফরজ নামাজের পূর্বে সুন্নত পড়তে না পারলে সূর্যোদয়ের পর তা আদায় করে নিবেন। ফরজ নামাজের পর সূর্যোদয়ের পূর্বে আদায় করা যাবে না।