২৬১
জামাতের নামাজে ২য় রাকাতে ভুলে দরূদ শরীফ পরে ফেললে করনীয় কী?
প্রশ্নঃ ২৬১. জামাতের সাথে ফরয চার রাকাতের নামাজে দুই রাকাতের বৈঠকে যদি কেও তাশাহুদ পড়ে আবার দুরুদ শরীফ ও পড়ে ফেলে তাহলে কি নামাজের কোন সমস্যা হবে?
নামাজের প্রথম বৈঠকে দূরুদ শরিফ সম্পূর্ণ কিংবা আংশিক পড়ে ফেললে সাহু সেজদা আবশ্যক হবে।
(আল-মুহিতুল বুরহানি : ২/৩১৪)
والله أعلم بالصواب