২৬৩
ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গলে তা কিভাবে আদায় করবে?
প্রশ্নঃ ২৬৩. হুজুর আমি গত রমজান মাসে ৩টা রোজা ইচ্ছা করে ভেঙ্গে ফেলেছিلأ এখন আমি কি করবো ? আমার ৬০ করে রোজা কি রাখতে হবে? এটা ছাড়া কোনো উপায় আছে?
আপনি যদি শারীরিকভাবে সক্ষম হন তবে অবশ্যই আপনাকে ধারাবাহিকভাবে ৬০টি রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে।অতঃপর তিনটি রাখতে হবে (এ ৩টি ধারাবাহিক হওয়া শর্ত নয়)।মধ্যখানে একটি ভাঙ্গলে আবার ৬০টি রাখতে হবে।আর আপনি শারীরিকভাবে সক্ষম না হলে ষাটটি রোজার জন্য ৬০টি সদকায়ে ফিতর আদায় করতে হবে।
(সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-১৬৭১, মুসনাদে আহমাদ, হাদীস নং-৬৯৪৪, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-১১০৭, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-১৯৪৯, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩৫২৭}
والله أعلم بالصواب