২৬৫
খোচা খোচা দাড়ি রাখার বিধান-
প্রশ্নঃ ২৬৫. অনেকে খোচা খোচা দাড়ি রাখে যা দুর থেকে বুঝা যায় সেই রকম
এটা কত টুকু ঠিক ?
দাড়ি রাখা ওয়াজিব।এবং তা কমপক্ষে এক মুষ্টি পরিমাণ রাখতে হবে।এর থেকে কম কেউ দাড়ি রাখলে বা কেটে ফেললে দাড়ি এক মুষ্টি হওয়ার পূর্ব পর্যন্ত তার ওয়াজিব তরক করার গুনাহ হতে থাকবে।
(বুখারী ৫৮৯৩ , মুসলিম ৬০০,মুসান্নাফ ইবনে আবী শাইবা ২৫৯৯২; ২৫৯৯৯,২৫৯৯৭)
والله أعلم بالصواب