২৬৭
রোজা অবস্থা মাস্টারবেশন করলে করনীয়-
প্রশ্নঃ ২৬৭. হুজুর, রোজা অবস্থা কেউ যদি মাস্টারবেশন করে তার রোজা কি ভেঙ্গে যাবে? তার কি পরবর্তীতে ৬০রোজা রাখতে হবে?
রোযাবস্থায় হস্তমৈথুন কিংবা অন্য কোনো মাধ্যমে বীর্যপাত ঘটালে রোজা ভেঙ্গে যাবে।এইক্ষেত্রে কাফফারা আবশ্যক হয় না,বরং একটি রোজা কাযা করে নিলেই হবে।
(আলমুহীতুল বুরহানী ৩/৩৫০; আততাজনীস ওয়াল মাযীদ ২/৩৭৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৫)
والله أعلم بالصواب