২৬৮
৪০ দিনের আগে নেফাসের রক্ত বন্ধ হয়ে গেলে সহবাস করা যাবে কিনা?
প্রশ্নঃ ২৬৮. বাচ্চা জন্মের ৪০ দিনের পূর্বে ২৩ দিনেতেই নেফাস বন্ধ হয়েছে। পুনরায় ২ দিন পর মাসিক হয়েছে। এখন মাসিক ও ভালো হয়েছে। তবে ৪০ পূর্ন হতে এখনো ৪ দিন বাকি আছে। এ অবস্থায় সহবাস করা যাবে কিনা?
সন্তান প্রসব করার পর স্রাব বন্ধ হয়ে গেলে স্ত্রী পবিত্র বলে গণ্য হবেএবং স্ত্রীর উপর সুস্থাবস্থার সকল বিধান বর্তাবে। (কুদুরি:৫৮)
والله أعلم بالصواب