২৭৪
নগদ ও বাকিতে ভিন্ন দামে বিক্রি করা
প্রশ্নঃ ২৭৪. একজন ব্যক্তি ব্যবসা শুরু করেছে, নগদ লেনদেনে একই পন্যের দাম বিভিন্নজনের কাছে বিভিন্ন রকম রাখে। আর বাকিতে বিক্রি করলে নগদের বেশি টাকা রাখে। এটা কি বৈধ হবে?
বিভিন্নজনের কাছে বিভিন্নদামে ক্রয় বিক্রয় করা বৈধ।এবং বাকিতে বিক্রয়ের পূর্বে যদি দাম নির্ধারন করে দেওয়া হয়, তবে তাতেও অন্যান্যদের থেকে কম বেশি করা বৈধ।
(মুসান্নাপে ইবনে আবি শায়বা:২০৪৫৩)
والله أعلم بالصواب