২৭৫
মসজিদ পরিষ্কারের ফতিলত -
প্রশ্নঃ ২৭৫. মসজিদ পরিষ্কারের ফতিলত জানতে চাই।
মসজিদ পরিষ্কার করা অনেক বড় একটি ফজিলতের কাজ,রাসুল (সাঃ) নিজেও মসজিদ পরিষ্কার করতেন, এবং এক বর্ণনায় এসেছে একজন কালো বর্ণের লোক মসজিদ ঝাড়ু দিত,সে মারা গেল,নবি (সাঃ) তার সম্পর্কে জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরাম বলল সে মারা গেছে,তিনি বলেন তোমরা আমাকে খবর দিলে না কেন, আমাকে তার কবরটা দেখিয়ে দাও,অতঃপর তিনি তার কবরেব কাছে গেলেন এবং তার জানাজার সালাত আদায় করলেন। এসকল বর্ণনা থেকে মসজিদ পরিষ্কারের ফজিলত বুঝা যায়।যদিও এই ব্যাপারে নির্ধারিত কোনো ফজিলত বর্ণিত হয় নি। (বোখারি:৪৫৮)
والله أعلم بالصواب