২৭৬
ফরজ নামাজ দুই পাশে কাতার সমান হওয়া বিধান-
প্রশ্নঃ ২৭৬. ফরজ নামাজ দুই পাশে কাতার সমান হওয়া জরুরি?
ফরজ নামাজে ইমামের বরাবর পেছন থেকে দাঁড়ানো আরম্ভ করতে হবে। তারপর একজন ডানে একজন বাঁয়ে। এভাবে কাতারের শেষ পর্যন্ত। -
ইবরাহীম নাখায়ী রাহ. প্রথম কাতার পূর্ণ না করে দ্বিতীয় কাতারে, দ্বিতীয় কাতার পূরা না করে তৃতীয় কাতারে দাঁড়ানোকে অপছন্দ করতেন। তিনি বলতেন, ইমামের উচিত, মুক্তাদিদের এই বিষয়ে সতর্ক করা।
(মুসান্নাফে আবদুর রাজ্জাক, বর্ণনা ২৪৬৭. হাশিয়াতুত তাহতাবী, পৃ. ৩০৫; আলবাহরুর রায়েক ১/৬১৮)
والله أعلم بالصواب