২৭৭
পবিত্র শবে বরাতে নির্দিষ্ট কোনো আমল আছে কিনা?
প্রশ্নঃ ২৭৭. পবিত্র শবে বরাতের রাতের আমল গুলো কি কি এবং নির্ধারিত যে 12 রাকাত নামাজ পড়া হয় প্রতি দুই রাকাতের পরে ২০০ বার তাসবিহ পড়া হয় এ ব্যাপারে শরীয়ত কি বলে?
শবে বরাতের রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করবে।সম্ভব হলে কবরস্থান যেয়ারত করবে।আর নফল নামাজ অন্যান্য সাধারণ দিনের মতই হবে।নির্ধারিত কোনো পদ্ধতি নেই।
والله أعلم بالصواب