২৮১
ইস্তিঞ্জার সময় বীর্য টাইপের কিছু বের হলে করণীয়-
প্রশ্নঃ ২৮১. ইস্তিঞ্জার সময় একটু বীর্য টাইপের কিছু বের হলে, গোসল না দিয়ে পরবর্তীতে ওই অবস্থায় কি নামাজ হবে.?
এর কারণে গোসল ফরয হবে না।শুধুমাত্র অযু আবশ্যক হবে।তাই অযু করেই নামাজ আদায় করা যাবে। (বোখারি: ১৩২)
والله أعلم بالصواب