না'লাইন শব্দের অর্থ জুতাদ্বয়।না'লাইন শরিফ বলতে রাসুল (সাঃ) এর জুতাদ্বয়কে বুঝানো হয়।এর ফজিলত সম্পর্কে হাদিসে কোনো কিছুই বর্ণিত হয় নি।তবে রাসুল (সাঃ) এর যেকোনো জিনিস দিয়ে বরকত গ্রহণ করা যেতে পারে।যেমন সাহাবায়ে কেরামগণ রাসুল (সাঃ) ঘাম মোবারক,চুল মোবারক এবং ঝুটাসহ বিভিন্ন জিনিস বরকত হিসেবে গ্রহণ করার বিষয় প্রমাণিত।
(শরহে মাওয়াহিব: ৫/৪৮; মাওয়াহিবে লাদুনিয়া: ১/১৩৭ )
والله أعلم بالصواب