২. মোবাইলে,টিভিতে বা রেডিওতে সরাসরি সম্প্রচারিত তেলাওয়াতে সেজদার আয়াত শুনলে সেজদা দিতে হবে।আর রেকর্ডেড তেলাওয়াত শুনলে সেজদা দেওয়া আবশ্যক নয়।
অন্য কারো সামনে তেলাওয়াত করার সময় খেয়াল রাখতে হবে সে সেজদা দিতে প্রস্তুত কিনা?প্রস্তুত হলে উচ্চস্বরে তেলাওয়াত করা যেতে পারে।তবে অপ্রস্তুত থাকলে উচ্চস্বরে তেলাওয়াত করা উচিত হবে না।তবে সে সেজদা না দিলে তেলাওয়াতকারির কোনো গুনাহ হবে না।
(বাদায়িউস সানায়ি : ১/৩৯৬; ফাতাওয়ায়ে শামী: ২/৭০২, ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/১৯২; আপকে মাসায়েল আওর উনকা হল: ৪/২৩৯)
والله أعلم بالصواب