২৯১
মাগরিবের ওয়াক্ত-
প্রশ্নঃ ২৯১. মাগরিবের ওয়াক্ত কতক্ষণ থাকে?
পশ্চিম আকাশে আভা (সূর্যাস্তের পরে পশ্চিম দিগন্তে যে আলোকচ্ছটা থাকে তা) অদৃশ্য হওয়া পর্যন্ত ভিন্ন শব্দে বললে, ইশার ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। সাধারণত এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা এই সময়টুকু দীর্ঘায়িত হয়।
লক্ষ্যনীয়: সূর্যাস্তের পরপরই অল্পসময়ের মধ্যেই মাগরিবের নামাজ পড়ে নেয়া উত্তম। (মুসলিম: ১২৭৫)
والله أعلم بالصواب