২৯২
শুধু আত্তাহিয়াতু পরে সালাম ফিরালে নামাজের হুকুম কী হবে?
প্রশ্নঃ ২৯২. শুধু আত্তাহিয়াতু পরে সালাম ফিরালে কি সুন্নাত নামাজ হয়ে যাবে?
নাকি দরুদ শরীফ ও দোয়ায়ে মাসূরা সহ পরতে হবে?
শুধুমাত্র তাশাহহুদ পড়ে সালাম ফিরালে নামাজ হয়ে যাবে। তবে সুন্নাত তরক হবে।
والله اعلم بالصواب