২৯৪
অনুমতি ছাড়া ইকামত দেওয়া-
প্রশ্নঃ ২৯৪. যে ব্যক্তি আযান দিয়েছে তার অনুমতি ব্যতীত কেউ যদি ইকামত দেয় তাহলে নামাজের কি কোনো অসুবিধা হবে?
মুয়াজ্জিনের উপস্থিতিতে অন্য কেউ একামত দওলে যদি মুয়াজ্জিন অসন্তুষ্ট হয় তবে অন্য কেউ একামত দেওয়া ঠিক না।তবে এতে নামাজের কোনো ক্ষতি হবে না।আর মুয়াজ্জিনের সন্তুষ্টি থাকলে দিতে পারে।
(ফতোয়ায়ে শামি: ১/৩৬৭)
والله أعلم بالصواب