প্রশ্নঃ ২৯৬. ওয়াহদাতুল উজুদ কাকে বলে? তার আভিধানিক ও পারিভাষিক অর্থ কী? এই আকিদা যারা বিশ্বাস করে তাদের হুকুম কী?
বাওয়াদিরুন নাওয়াদির, পৃ.৬৪৮;শরীয়ত ও ত্বরীকত, পৃ.৩১০ ও জাওয়াহিরাতে হাকীমুল উম্মত বইযের ৪১ পৃষ্ঠায় ওয়াহদাতুল উজুদের বাস্তবতা বিশ্লেষণ করা হয়েছে। এ বিষয়টা ভালোভাবে বুঝার জন্য উপরের উল্লেখিত কিতাব পড়লে ভালো হবে।