২৯৮
নেককারদের কবর থেকে ফয়েজ নেওয়ার বিধান-
প্রশ্নঃ ২৯৮. ফয়েজ কি? কবর থেকে ফয়েজ নেওয়ার বিধান কি?
কবর থেকে ফয়েজ নেওয়ার ক্ষেত্রে ওলামায়ে হকের আক্বিদা একদম পরিচ্ছন্ন । আর তা হল নেককারদের কবর কোন কিছু করার ক্ষমতা রাখে না তবে তার নেক কাজের জন্য আল্লাহ তায়ালা তার উপর রহম করেন। এর আছর তার কবরের উপরও পড়ে। এর বাহ্যিক প্রকাশ সাহাবীদের ক্ষেত্রেও ঘটেছে।
(ফতহুল বারী: ৩/২৫৮)
والله أعلم بالصواب