২৯৯
দাড়ি রাখার পরিমাণ-
প্রশ্নঃ ২৯৯. দাড়ি কতটুকু রাখা আবশ্যক?
এই ব্যাপারে চার ইমামের মত জানতে চাই।
দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখা আবশ্যক। দাড়ির ব্যাপারে চার মাযহাবের মত হচ্ছে দাড়ি মুন্ডন করা হারাম। তবে এক মুষ্টির বেশি হলে কাটা যাবে।
(দূররে মুখতার২/৪৫৯.আল আদাভী আলা শারহে কিফায়াতুত্ তালেব রাব্বানী ৮/৮৯.হাওয়াশী শারওয়ানী ৯/৩৭৬)
والله أعلم بالصواب