৩০০
কবরে ফুল,আগরবাতি,মালা দেওয়া-
প্রশ্নঃ ৩০০. কবরে ফুল,আগরবাতি,মালা দেওয়ার বিধাব কি?
কবরে ফুল দেওয়া সম্পূর্ণরূপে বিধর্মীদের কাজ।তাই এটি মুসলমানদের জন্য বৈধ নয়।এমনিভাবে রাসুল (সাঃ) কবরে বাতি জ্বালানো ব্যক্তিদেরও অভিসম্পাত করেছেন।
(আবু দাউদ:৪০৩৩; তিরমিযি:৩২০)
والله أعلم بالصواب