আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
৩০৬
সুন্নাতী খৎনার অনুষ্ঠান -
প্রশ্নঃ ৩০৬. সুন্নাতী খৎনার অনুষ্ঠান করায় শরীয়ত কি বলে?
বুখারী শরীফে খৎনার হাদীসের হাশিয়ায় ৭টি বৈধ অনুষ্ঠানের ১টি খৎনার অনুষ্ঠান উল্লেখ করা হয়েছে, কিন্তু একদল এই অনুষ্ঠানকে নাজায়েজ ফতোয়া দিচ্ছে। ফিকহি দলীল ভিত্তিক উত্তরের অনুরোধ রইল।
মানুষদেরকে খাবার খাওয়ানো অতি পছন্দনীয় একটি আমল।তেমনিভাবে শরয়ী কোনো উপলক্ষ্য কে কেন্দ্র করে কাউকে খাওয়ানো অবশ্যই উত্তম একটি কাজ।তবে বর্তমান সময়ে সুন্নাতে খতনা করার পরের অনুষ্ঠানগুলো হয়ে গিয়েছে নারী পুরুষের অবাধ মেলামেশার স্থল।শরীয়তে গর্হিত কাজের কেন্দ্র।তাই এসব থেকে বেচে থাকাই উত্তম।তবে কেউ যদি মুনকারাতমুক্তভাবে এই অনুষ্ঠান সম্পাদন করতে পারে তবে তা বৈধ বলেই গণ্য হবে। (ফতোয়ায়ে রশিদিয়্যা: ১৭২)
والله أعلم بالصواب