৩০৭
আজান শুনা অবস্থায় কোরআন তেলাওয়াত
প্রশ্নঃ ৩০৭. কুরআন তিলাওয়াত অবস্থায় আজান দিলে তখন কি কুরআন তিলাওয়াত বন্ধ করে আজান শুনতে হবে এবং আজানের জবাব দিতে হবে? তখন কুরআন তিলাওয়াত চালিয়ে গেলে কি কোনো সমস্যা বা গুনাহ হবে?
তেলাওয়াত বন্ধ করে আযানের জওয়াব দেওয়া উচিত।কেননা তেলাওয়াত পরে করা গেলেও আযানের উত্তর শুধু আযান চলাকালীন সময়েই দেওয়া যায়।
(বাদায়েউস সানায়ে: ১/৬৬০)
والله أعلم بالصواب