৩০৮
একের অধিক কাজা নামাজ হলে করণীয়-
প্রশ্নঃ ৩০৮. আসর-মাগরিব কাজা হওয়ার পর এশার ওয়াকত চলে এসেছে।এখন আগে কোনটা আদায় করবো?
এশা নাকি আছর মাগরিব?
কোনো ব্যক্তির জিম্মায় ৬ ওয়াক্তের বেশি কাজা নামাজ না থাকলে তাকে তারতীব সহকারে অর্থাৎ সিরিয়াল অনুযায়ী নামাজ আদায় করতে হবে,না হয় তার নামাজ হবে না।যেমন আগে আছর তারপর মাগরিব এরপর এশা।আর ৬ ওয়াক্তের বেশি কাযা থাকলে সিরিয়াল ঠিক রাখা আবশ্যক নয়।
(ফতোয়ায় শামি: ২/৫২৩-৫২৭)
والله أعلم بالصواب