৩০৯
বিয়ের সাক্ষী -
প্রশ্নঃ ৩০৯. বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে বালেগ। ছেলে মেয়ে উপস্থিত আছে। যিনি বিয়ে পড়াবে এবং আরো একজন মহিলা উপস্থিত আছে। এক্ষেত্রে বিয়ে শুদ্ধ হবে কিনা? নাকি আরো স্বাক্ষীর প্রয়োজন আছে?
এভাবে বিয়ে হবে না।বরং দুইজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ আর দুইজন মহিলা সাক্ষী লাগবে।
والله أعلم بالصواب